Krishna and Radha

আদি বাংলা কৃষ্ণ গীতি

কৃষ্ণ কৃষ্ণ নাম
গীতিকার: সংগৃহীত


আমার সর্ব অঙ্গে লিখে দিও গো
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম
মরিব মরিব শখি নিশ্চয় ও মরিব
কাণহে নগন নিধী কারে দিয়ে যাব
না পুড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে
মরিলে তুলিয়া রেখ তমালেরই ডালে
মথুরাতে যাব গো আমি মথুরাতে যাব
কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাব

বেলা গেল ও ললিতা মোর কৃষ্ণ এলো না
গীতিকার: সংগৃহীত


আসি বলে গেল কালা, গেঁথেছি বন ফুলের মালা
মালা হলো জপমালা, মালার উপায় হলো না
বেলা গেল ও ললিতে মোর কৃষ্ণ এলো না
সে যে আমার গুণমণি, রেখেছে কোন চাঁদবদনি
সে যে আমায় করলো অনাথিনী, কৃষ্ণের ধর্মে সইবে না
বেলা গেল ও ললিতা মোর কৃষ্ণ এলো না

মরুতে এলেন মোহাম্মদ
গীতিকার: সংগৃহীত

মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম
ইমান খেলা খেলেন রাসুল, লীলা খেলেন ঘনশ্যাম
মা খাদিজা পাগল হলেন নবীর প্রেমে মদিনায়
বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনায়
মুসলমানের কোরান-কিতাব, হিন্দুর আছে বেদ-পুরাণ
মুসলমানে ডাকে আল্লা, হিন্দু ডাকে ভগবান
শোন রে হিন্দু শোন রে মুসলিম দেখে আয়রে মদিনায়
দুই রাখালে যুক্তি করে গরু আর বকরি চরায়
একই মায়ের দুটি সন্তান, হিন্দু আর মুসলমান
একই কুলে জন্ম মোদের, একই স্তনে দুগ্ধপান

Loading

Scroll to Top